Skip to main content

Posts

Showing posts from November, 2019

Wifi ( ওয়াই-ফাই) টেকনোলজি

Wi-Fi এর পূর্ণ অর্থ Wireless Fidelity. ইহা একটি টেকনোলজি যা, তার বিহীন সংযোগের মাধ্যমে যোগাযোগ কার্যক্রম সম্পন্ন করতে পারে। এটি IEEE (Institute of Electrical and Electronics Engineers) এর পরিবারভুক্ত কমিউনিকেশন স্ট্যান্ডার্ড 802 এর অন্তর্গত। 802 এর স্ট্যান্ডার্ডগুলো নিম্নরুপঃ আবার, এই 802.11 এর বেশ কিছু সাব-স্ট্যান্ডার্ড আছে, যেমনঃ 802.11a, 802.11b, 802.11g, 802.11n, 802.11ac etc. Wi-Fi signal কিছু  ব্যন্ডওয়াইথের মাধ্যমে ট্রান্সমিট ও রিসিভ হয়। এগুলো হলো 1.8 GHz Band, 2.4 GHz Band, 5GHz Band. এই ব্যন্ডওয়াইথগুলোর নিদৃষ্ট কিছু চ্যানেল আছে।  2.4 GHz Band এ ১৪ টি চ্যানেল, 5GHz Band এ ২৪ টি চ্যানেল।