পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইন্ক জেড প্রিন্টিং হেড প্রযুক্তির নাম '' মাইক্রো পিয়েজো ইলেকট্রিক টেকনোলজি''। এটি একটি জাপানি প্রযুক্তি। এই প্রযুক্তির প্রিন্টিং সিস্টেমটি মূলত লিকুইড ইংক ট্যাংক (ড্রাম) সিস্টেমের। ভালো প্রিন্ট কোয়ালিটি নির্ভর করে প্রিন্টিং রেজুলেশনের উপর। যে প্রিন্টারের প্রিন্টিং রেজুলেশন যত বেশি, তার প্রিন্টিং কোয়ালিটি তত ভালো। প্রিন্টিং রেজুলেশনের একক কে ডিপিআই (dpi) দ্বারা প্রকাশ করা হয়।একটি আদর্শ প্রিন্টার এর নিম্নাক্ত অংশগুলো বিদ্যমানঃ
১) ইঙ্ক ট্যাঙ্ক।
২) প্রিন্টিং হেড।
৩) প্রিন্টিং হেড ক্যাবল।
৪) এডাপ্টার।
৫) মাদার বোর্ড।
৬) সেন্সর।
৭) এনকোডার।
৮) ওয়েস্টিং প্যাড।
৯) পাম্পিং ইউনিট।
১০) টপ রোলার।
১১) বটম রোলার।
১২) মটর।
১৩) ক্যারিয়ার।
১৪) পেপার রোলার।
Comments
Post a Comment