Skip to main content

UPS (Uninterruptible Power Supply)

সাধারণত UPS এর capacity নির্ভর করে তার VA উপর। আমাদের দেশে  ৬৫০ VA, ৮৫০ VA, ১২০০ VA  -এর সহজ লভ্যতা বেশি। Apparent পাওয়ার এর একক হলো VA. রিয়েল পাওয়ার এবং রিএক্টিভে পাওয়ার এর সমষ্টি হলো Apparent পাওয়ার

ইউপিএস এর পাওয়ার ব্যাকআপ ক্যালকুলেশন :

No. of battery X Volt X AH X P.F
Load

Comments

  1. You're a smart cookie. No one see things like yours! And I’d love to join you in the way you see things and share useful thoughts, like this work you’ve made. I must also share to you this awesome. UPS (Uninterruptible Power Supply)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

What Fire Sprinkler? (ফায়ার স্প্রিংকলার কি?)

ফায়ার স্প্রিংকলার এমন একটি সিস্টেম যা আগুনের প্রভাব সনাক্ত করে জল নিষ্কাশনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে করে। এটা তখনই কাজ করে যখন ইহা নিদৃষ্ট তাপমাত্রা অতিক্রম করে।ফায়ার স্প্রিঙ্কলারের অ্যাপ্লিকেশন এবং ইনস্টলেশন নির্দেশিকা এবং সামগ্রিক অগ্নি নির্বাপক  সিস্টেমের নকশা নির্দেশিকা ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন (NFPA) এর নীতিমালা অনুসারে  সরবরাহ করা হয়। ফায়ার স্প্রিংকলার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন তাপমাত্রা, গঠন বা আকৃতি অনুযায়ী। ফায়ার স্প্রিঙ্কলার ভেতরে একটা কাঁচের পারদ বা এলকোহল  ভর্তি বাল্ব থাকে যা দিয়েই মূলত তাপমাত্রা সেন্সিং করা হয়। প্রযুক্তির এই যুগে প্রতিনিয়ত সিস্টেম পরিবর্তন হচ্ছে। গঠন বা আকৃতি অনুযায়ী অনেক ধরনের স্প্রিংকলার রয়েছে। মূলত আমাদের দেশে ব্যবহৃত হয় ৪ ধরণের স্প্রিংকলার । যেমন:     ১) Upright Sprinkler                                                      ২) Pendent Sprinkler                               ৩) Horizontal & Vertical Sidewall Sprinkler ৪) Concealed Sprinkler এছাড়াও অনেক ধরণের স্প্রিংকলার রয়েছে , যেমন: কুইক

ব্যান্ডউইথ কি?

একটি নির্দিষ্ট সময়ে কোন চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তার পরিমাণকে ব্যান্ডউইথ হিসেবে পরিমাপ করা হয়। ডেটা ট্রান্সমিশন-এর একককে bps (bit per second)-এ হিসাব করা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা বিট স্থানান্তরিত হয় তাকে bps বলে। এটিকে Band বা Bandwidth বলা হয়।  ব্যান্ডউইথ টার্মটিকে বোঝার জন্য, একে আপনি পানির নলের বা ট্যাপের সাথে তুলনা করতে পারেন। যদি ট্র্যান্সফার রেট বেড়ে যায় সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে আরো দ্রুত পানি প্রবাহিত হতে আরম্ভ করবে। একটি পানির পাইপে অবশ্যই লিমিট থাকে, আপনি একটি সময়ের মধ্যে কতোটুকু পানি প্রবাহিত করতে পারবেন। এবার ধরুন আপনি ব্রডব্যান্ড কানেকশন থাকে  মুভি ডাউনলোড  করছেন, ঐ কানেকশন থেকেই  ভিডিও স্ট্রিমিং  করছেন, ম্যাল্টি প্লেয়ার গেমিং করছেন,  ভিওআইপি  কলিং করছেন—এভাবে আপনি যতো বেশি দিক থেকে ব্যান্ডউইথ খরচ করতে থাকবেন আপনার কানেকশন ততো স্লো হয়ে যাবে। এবার পানির নলের উদাহরন নেওয়া যাক, আপনার বাড়িতে একটি প্রধান পানির নল রয়েছে যেটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমানে পানি ট্র্যান্সফার করার ক্ষমতা রাখে। এখন আপনি যদি কিচেনের নল, বাথরুমের নল, বাগ

ইন্ক জেড প্রিন্টার

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইন্ক জেড প্রিন্টিং হেড প্রযুক্তির নাম '' মাইক্রো পিয়েজো ইলেকট্রিক টেকনোলজি''। এটি একটি জাপানি প্রযুক্তি। এই প্রযুক্তির প্রিন্টিং সিস্টেমটি মূলত লিকুইড ইংক ট্যাংক (ড্রাম) সিস্টেমের। ভালো প্রিন্ট কোয়ালিটি নির্ভর করে প্রিন্টিং রেজুলেশনের উপর। যে প্রিন্টারের প্রিন্টিং রেজুলেশন যত বেশি, তার প্রিন্টিং কোয়ালিটি তত ভালো। প্রিন্টিং রেজুলেশনের একক কে ডিপিআই ( dpi) দ্বারা প্রকাশ করা হয়। একটি আদর্শ প্রিন্টার এর নিম্নাক্ত অংশগুলো বিদ্যমানঃ ১) ইঙ্ক ট্যাঙ্ক। ২) প্রিন্টিং হেড। ৩)  প্রিন্টিং হেড ক্যাবল। ৪) এডাপ্টার। ৫) মাদার বোর্ড। ৬) সেন্সর। ৭) এনকোডার। ৮) ওয়েস্টিং প্যাড। ৯) পাম্পিং ইউনিট। ১০) টপ রোলার। ১১) বটম রোলার। ১২) মটর। ১৩) ক্যারিয়ার। ১৪) পেপার রোলার।

Wifi ( ওয়াই-ফাই) টেকনোলজি

Wi-Fi এর পূর্ণ অর্থ Wireless Fidelity. ইহা একটি টেকনোলজি যা, তার বিহীন সংযোগের মাধ্যমে যোগাযোগ কার্যক্রম সম্পন্ন করতে পারে। এটি IEEE (Institute of Electrical and Electronics Engineers) এর পরিবারভুক্ত কমিউনিকেশন স্ট্যান্ডার্ড 802 এর অন্তর্গত। 802 এর স্ট্যান্ডার্ডগুলো নিম্নরুপঃ আবার, এই 802.11 এর বেশ কিছু সাব-স্ট্যান্ডার্ড আছে, যেমনঃ 802.11a, 802.11b, 802.11g, 802.11n, 802.11ac etc. Wi-Fi signal কিছু  ব্যন্ডওয়াইথের মাধ্যমে ট্রান্সমিট ও রিসিভ হয়। এগুলো হলো 1.8 GHz Band, 2.4 GHz Band, 5GHz Band. এই ব্যন্ডওয়াইথগুলোর নিদৃষ্ট কিছু চ্যানেল আছে।  2.4 GHz Band এ ১৪ টি চ্যানেল, 5GHz Band এ ২৪ টি চ্যানেল।